আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার নেতৃত্বে রূপগঞ্জ উন্নয়নে ভাসছে : এমপি গাজী

রূপগঞ্জ উন্নয়নে ভাসছে

রূপগঞ্জ উন্নয়নে ভাসছে

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পতি গোলাম দস্তগীর গাজী বলেছেন,বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের ন্যায় রূপগঞ্জ উন্নয়নের জোয়ারে ভাসছে।

আজ শনিবার মুড়াপাড়া কলেজকে  সরকারিকরণ করায় গোলাম দস্তগীর গাজীকে দেয়া সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থী

তিনি  রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর কন্যা মুড়াপাড়া কলেজ এবং স্কুলকে সরকারি করণ করছে। ২৫০ কোটি টাকা ব্যয়ে ভূলতা ফ্লাইওভার নিমাণ করছে। যা বাংলাদেশের প্রথম মডেল ফ্লাইওভার। তৃতীয় শীতলক্ষা সেতু নির্মাণ করে হয়েছে। রাস্তাঘাট পাকা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেওয়া হচ্ছে। আপনাদের কাছে  ওয়াদা করেছিলাম গ্যাস দেব দিয়েছি।স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার  নতুন নতুন ভবন নিমান হচ্ছে। রূপগঞ্জে কোথাও উন্নয়ন বাকী নেই।

বিএনপির উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী বলেন, আন্দোলন দেখে আওয়ামী লীগ ভয় না। আওয়ামী লীগ মানেই আন্দোনন , ১৯৬৯ সালে গণঅভ্যুস্থানের মাধ্যমে আওয়ামী লীগ আইয়ুব খানের পতন ঘটিয়েছে। বঙ্গবন্ধু আন্দোলন সংগ্রাম করেই এদেশের স্বাধীনতা এনে দিয়েছে। সুতারাং জনবিচ্ছিন্ন  দের সাথে জোট করে আওয়ামী লীগকে হুমকি দিয়ে লাভ নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করছে। অন্যরা গণতন্ত্রকে  হরন করছে। স্বাধীনতা বিরোধীরা ১৯৭৫ সালে বাঙালি জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে এদেশের উন্নয়নকে ধ্বংস করছে ।

বিএনপি জামায়াতের দুশাসনের কথা উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, রূপগঞ্জে বিএনপি কোন উন্নয়ন করে নাই। তারা ‍নিজেদের পকেট ভারী করছে। হাওয়া ভবন খুলে  লুটপাট করছে। সারা দেশে একযোগে গ্রেনেড করছে । বহিঃবিশ্বে বাংলাদেশ জঙ্গিরাষ্ট্রের স্বীকৃতি পেয়েছিলো।  ওরা আবার রাষ্ট্র ক্ষমতায় আসলে জঙ্গিবাদের উত্থান হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ভালোভাবে লেখাপাড়া করবে। মুড়াপাড়া কলেজের মুখ উজ্জ্বল করবে।

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

সংবর্ধণা দেওয়ার জন্য গোলাম দস্তগীর গাজী মুড়াপাড়া  কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জনান।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে মুড়াপাড়া কলেজের ভিপি শাহারিয়ার পান্না সোহেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুড়াপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার দাশ,ভূলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, নারায়ণগঞ্জ জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, সলিম উদ্দিন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, বাবু নারায়ণ চন্দ্র সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি ইঞ্জি.শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজেরী আলম টুটুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, ওসি মনিরুজ্জামান,   উপজেলা সহকারী কমিশনার মো:আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শ্রীমতী শীলা রানী পাল, আওয়ামী লীগ নেতা মো: আজমত আলী, মতিউর রহমান আকন্দ, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রফিক মেম্বার, রূপগঞ্জ উপজেলা যুব লীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের,সাধারন সম্পাদক নাঈম ভূইয়া, যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার,সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা,তারাব পৌরসভার যুবলীগের সভাপতি হাজী মোশারফ হোসেন,সাধারন সম্পাদক কাউন্সিলর আনোয়ার হোসেন,সহ-সভাপতি কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ, সাংগঠনিক সম্পাদক হাজী সারোয়ার হোসেন রাসেল, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাতুল আহমেদ খোকন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার পারভেজ টিপু, যুগ্ম সাধারণ ফয়সাল আলম শিকদার ,সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মাছুম, মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবসহ মুড়াপাড়া কলেজের শিক্ষক শিক্ষার্থী কর্মচারী বৃন্দ।