আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যার পদে আওয়ামী লীগ প্রার্থী সালাউদ্দিন ভূইয়া মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহষ্পতিবার রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়া মীলীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব আব্দুল আজিজ, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান তারেক, আওয়ামীলীগ নেতা ওবায়দুল মজিদ জুয়েল, আব্দুল মান্নান মুন্সি, আব্দুল আলিম সরকার, আব্দুল্লাহ আল মামুন, হাজী গোলাম রসুল, আব্দুল হাই, মমিন উদ্দিন বেপারী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ রমজান আলী, যুবলীগ নেতা ফয়েজুর রহমান, গ্রীন হ্যাভেন স্কুলের পরিচালক আল আমিন মাসুদ ও সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ মনির হোসেন প্রমুখ।
রূপগঞ্জ উপজেলা রির্টানিং অফিসার মাহবুবুর রহমান বলেন, মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ ছালাউদ্দিন ভুঁইয়া, স্বতন্ত্র প্রার্থী ও আবু মোহাম্মদ মাছুম চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন মনোনয়ন পত্র জমা দেন।
প্রসঙ্গত গত ৩ সেপ্টেম্বর রূপগঞ্জ উনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন আগামী ১২ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।