নিজস্ব প্রতিবেদক
আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ছাত্তার জুট মিলের সিবিএ যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন বলেছেন, তরুণ প্রজন্মসহ সর্ব সাধারণকে সঙ্গে নিয়ে রূপগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। সন্ত্রাস, মাদক, রাহাজানি ও চাঁদাবাজী নির্মূল করে আওয়ামীলীগ সরকারের সকল উন্নয়ন কাজ এখানে বাস্তবায়ন করতে চাই।
মোঃ আওলাদ হোসেন আরও বলেন, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ নিশ্চিত করে রাস্তা-ঘাট সংস্কার ও নির্মাণের মাধ্যমে সর্ব সাধারণের সার্বিক উন্নয়ন করতে চাই। রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সীমাণা ঘেঁষে অবস্থিত কোণাবাড়ি, বড়বাড়ি, ঠুইডা, এমপি রোড, রূপগঞ্জ থানা ভবন, রূপগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিস, রূপগঞ্জ পূর্ব সাব রেজিষ্ট্রি অফিস, রূপগঞ্জ ফেরী ঘাট ও মুড়াপাড়া- রূপগঞ্জ খেয়াঘাট এই ওয়ার্ডেই অবস্থিত। এছাড়া নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পূর্বাচল শাখা, গ্রামীণ ব্যাংকের রূপগঞ্জ শাখা, যমূনা ব্যাংকের রূপগঞ্জ শাখা , কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়, রূপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপগঞ্জ আইডিয়াল কিন্ডার গার্টেন, রূপগঞ্জের প্রধান ডাকঘর, মায়ের ছায়া হাসপাতাল, ডাঃ জগদীস আচার্য্য চ্যারিটেবল হাসপাতাল এই ওয়ার্ডের পরিচিতি বহন করে।
মসজিদ মাদরাসা, এতিমখানা, কবরস্থান এখানে বিদ্যমান। সকলের সহযোগিতা পেলে খুব সহজেই এ ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলা যাবে। তিনি ছাত্তার জুট মিলের সিবিএ যুগ্ন সাধারণ সম্পাদক পদে চারবার নির্বাচিত হয়ে শ্রমিক নেতৃত্বে বেশ সুনাম অর্জন করেন। শ্রমিক আন্দোলনের অগ্র নায়ক হিসেবেই এলাকাবাসী মোঃ আওলাদ হোসেনকে ১৯৯২ সালে বিপুল ভোটে রূপগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য পদে প্রথম জয়ী করেন। এরপর থেকে মোঃ আওলাদ হোসেনকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি ১৭ বছর রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে সুনামের সাথে এলাকার বহু উন্নয়ন কর্মকান্ডে জড়িয়ে আছেন। তরুণ প্রজন্মকে সামনে রেখে সকলের সহযোগিতায় ৯ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান।
মাদকমুক্ত করে শিক্ষার হার বাড়াতে তিনি সর্বদাই স্থানীয় স্কুলগুলোতে লেখাপড়ার খোঁজ খবর নেন। তার বড় ছেলে আব্দুল্লাহ আল নোমান এমএসসি পাস করে বর্তমানে চাকুরী করছেন। ছোট ছেলে কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে লেখাপড়া করছে। মোঃ আওলাদ হোসেনের পিছুটান নেই। তিনি আর্থিকভাবে সচ্ছল থাকায় সর্বদাই মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখছেন। সরকারি কোন প্রকল্পের কিংবা সরকারি আর্থিক সুবিধা তার ব্যক্তিগতভাবে নেওয়ার প্রয়োজন নেই। রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও
রাজনীতিতে ক্লিনম্যান হিসেবে পরিচিত মোঃ মশিউর রহমান তারেকের স্কুল জীবনের সহপাঠী হওয়ার সুবাদে মোঃ আওলাদ হোসেন সারাজীবন আওয়ামীলীগই করে যাচ্ছেন। তিনি কখনো স্থানীয় আওয়ামীলীগের সহ-সভাপতি আবার কখনো রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য পদে নিয়োজিত ছিলেন। ২০০৩ সালে অনুষ্ঠিত রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে মোঃ আওলাদ হোসেন কাউন্সিলর ছিলেন। তিনি জীবনে কোনদিন আওয়ামীলীগের রাজনীতির বাইরে অন্য কোন দলের কার্যক্রমের সাথে জড়িত হননি। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের সকল কার্যক্রমে সক্রিয় ছিলেন। মানব সেবায় নিয়োজিত হয়ে সফল ইউপি সদস্য হিসেবে তিনি হোসেন শহিদ সোহরাওয়ার্দী সম্মামনা পদক অর্জন করেন।
আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মসহ সর্বসাধারণের সমর্থন পেলে তিনি ৯ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন। তাঁর এ স্বপ্ন বাস্তবায়নের জন্য এলাকাবাসীর দোয়া ও ভোট প্রার্থনা করেছেন মেম্বার পদপ্রার্থী মোঃ আওলাদ হোসেন।