রূপগঞ্জে কলেজে দুর্ধষ ডাকাতি,টাকাসহ মালামাল লুট
রূপগঞ্জ সংবাদদাতা:
নারায়নগঞ্জের রূপগঞ্জে সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। স্বসস্ত্র ডাকাতদল কলেজের নৈশ্য প্রহরীকে কুপিয়ে হাত-পা ও মুখ বেধে অফিসের আলমারী ভেঙ্গে নগদ টাকা, যাবতীয় কাগজপত্র, বিভিন্ন মালামাল সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। সোমবার রাত ২ টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এ ডাকাতির ঘটনা ঘটে।
কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম জানান, সোমবার রাত ২ টার দিকে কলেজের ভিতরে একদল ডাকাত দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রবেশ করে। ডাকাতরা কলেজের কক্ষ, প্রশাসনিক কক্ষ ও হিসাব শাখার কক্ষের দরজার তালা ভাঙ্গতে দেখে কর্তব্যরত নৈশ প্রহরী আব্দুল মালেক মিয়া (৫৫) তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুত্বর আহত করে। একপর্যায়ে তাকে হাত-পা ও মুখ বেধে একটি কক্ষের ভিতর বন্দি করে রাখে। এসময় ডাকাতরা কলেজের কক্ষ, প্রশাসনিক কক্ষ ও হিসাব শাখার কক্ষের দরজার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমারী ভেঙ্গে নগদ টাকা, গুরুত্বপূর্ন কাগজপত্র, সিসি ক্যামেরার যন্ত্রাংশ, কম্পিউটারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। মঙ্গলবার ভোরে কলেজের মালী হযরত আলী কলেজে গিয়ে নৈশ প্রহরী আব্দুল মালেক মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে অত্র কলেজের অধ্যক্ষ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঈসমাইল হোসেন বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।