আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ৯ পুলিশ সদস্য করোনা আক্রান্ত

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ থানার ওসি ( অপারেশন ) মামুন সরকার সহ ৯ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার আক্রান্তদের রিপোর্ট প্রকাশ করা হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাইদ আল মামুন। তিনি বলেন, আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  রাখার ব্যবস্থা রয়েছে। ওসি মাহমুদুল হাসানকে বিষয়টি জানানো হয়েছে।

এরআগে  রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রূপগঞ্জে ৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ২ জন।