আজ সোমবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

রূপগঞ্জ প্রতিনিধি: ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাস স্ট্যান্ডে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে এ কর্মসুচি পালিত হয়।

আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসন রূপগঞ্জ এর সাংসদ গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌরসভার মেয়র ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী জনাব হাছিনা গাজী, বিশেষ বক্তা হিসেবে ছিলেন ইঞ্জিঃ শেখ সাইফুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, তারাব পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোফাজ্জল হোসেন ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা মহিলালীগের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসি আলম নীলা, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও মহিলা আওয়ামীলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদীকা বিউটি আক্তার কুট্টি, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন নাদিম, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসি আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেল, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার পারভেজ টিপু, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ সাঈদ সোহেল, তারাব পৌর ছাত্রলীগের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক জুম্মান, উপজেলা ছাত্রলীগ নেতা সাগর প্রধান, তারাব পৌর ছাত্রলীগ নেতা শ্যামল সহ আরও অনেক নেতা নেত্রী বৃন্দ ।

সভার সঞ্চালনা করেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন ও পরিচালনার দায়িত্বে ছিলেন তারাব পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নজরুল ইসলাম মফিজ।

 

 

স্পন্সরেড আর্টিকেলঃ