আজ শনিবার, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে হাসিনা, কাদের ,গাজী,পাপ্পা,এমদাদসহ ৪৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সংবাদচর্চা রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রূপগঞ্জের চনপাড়ায় রোমান মিয়া (১৭) নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পাসহ ৪৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। বুধবার ২১ আগস্ট নিহত রোমান মিয়ার (১৭) খালা রিনা বাদী হয়ে রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

এজহারে আসামি হিসেবে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান , ফিরোজ ভুঁইয়া, গোলাম দস্তগীর গাজীর পিএস কামরুজ্জামান হিরা, এহসানুল হক কংকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান,  রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন , আরিফুল ইসলাম ভুঁইয়া দুলাল, সাকিব হোসেন খন্দকার, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান জাহেদ আলী, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, শেখ ফরিদ মাছুম, তানজির আহমেদ খান রিয়াজ, চনপাড়ার মেম্বার শমসের আলী খাঁন, শাহাবুদ্দিন, জয়নাল, সেলিনা আক্তার রিতা, ফাহাদ আহমেদ শাওন, শহিদুল ইসলাম আগুন, রবিন,স্বপন ব্যাপারী, জামাল, সাইজুদ্দিন, নাজমুল, সোহেল, মো: আলী, রাব্বী, রাজীব, উজ্জল, ফারুক , কাবিলা, শাকিল,হেলাল, ফারুক প্রধান, আল আমিন, সায়েম, জামাল হোসেন কুট্টি, সায়েম (২৫) ,সাব্বির । এছাড়া  অজ্ঞতানামা আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করতে দেরি এবং থানার কার্যক্রম বন্ধ থাকায় মামলা করতে বিলম্ব হয় বলে এজহারে উল্লেখ করেন তিনি। এছাড়া পোষ্ট মর্টেম ছাড়াই গত ৫ আগস্ট নিহতের লাশ চনপাড়া কবরস্থানে দাফন করা হয়।