আজ সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সৎ মাকে জবাই


সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় গত ১২ জানুয়ারি মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে সৎ মা সেলিনা আক্তারকে জবাই দিয়ে হত্যা করে আমির হোসেন (২৮) নামের এক যুবক থানা পুলিশে আত্মসমর্পন করেছে।
পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। সেলিনা আক্তারের বড় ভাই সামসুর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। আমির হোসেন লাভরাপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ৭ বছর আগে আড়াইহাজার উপজেলার লস্করদী এলাকার আবু তাহের মিয়ার মেয়ে সেলিনা আক্তারকে ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও লাভরাপাড়া এলাকার মৃত শাহাজ আলীর ছেলে নুরু মিয়া (৬৮) তৃতীয় বারের মত বিয়ে করেন। 
 রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে আমির হোসেন। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।