সংবাদচর্চা রিপোর্ট:
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী (৫০ বছর পূর্তি) উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করবে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। ২৬ মার্চ সকাল ১১ টায় মুড়াপাড়ায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত (২০২০) রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, এমপি। সভায় সভাপতিত্ব করবেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান ভুঁইয়া। আলোচনা সভায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আওতাধীন ( ওয়ার্ড,ইউনিয়ন, পৌরসভা, উপজেলা) সকল ইউনিটের আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরে উপস্থিত থাকতে বলা হয়েছে।