তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব সুলতানা কামাল সেতু থেকে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে ইমন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ১৯ নভেম্বর রোববার দুপুর ১২ টার দিকে সেতুর নিচ থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বন্ধু লিংকনের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, ইমন বাগেরহাট জেলার সদর উপজেলার সারই এলাকার শাহিন মিয়ার ছেলে। কয়েক বছর ধরে সে তার পরিবারের সাথে রাজধানীর রায়েরবাগ এলাকায় বসবাস করে আসছিল। ইমন রায়েরবাগ এলাকার এক মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু সেই মেয়ে তার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করে। সেই কষ্টে শনিবার রাত ১০টার দিকে সুলতানা কামাল সেতুর উপর দাড়িয়ে ইমন তার বন্ধু লিংকনকে ফোন করে যে সে আত্মহত্যা করতে যাচ্ছে। এদিকে ফোন পাবার সাথে সাথে লিংকন ইমনের পরিবারকে জানায়। তারা ঘটনাস্থলে আসার সাথে সাথে ইমন সেতুর উপর থেকে নদীতে লাফ দেয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা অনেক খোঁজাখুজি করেও তাকে খোজে পায়নি। পরে ১৯ নভেম্বর রোববার দুপুর ১২টায় সেতুর নিচে শীতলক্ষ্যা নদীতে ইমনের মৃত লাশটি ভেসে ওঠে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।