আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকা থেকে গতকাল শনিবার ৫ ডিসেম্বর ভোররাতে মঞ্জুরুল কবির বাবু (৪০) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সে নগরপাড়া এলাকার মৃত কবির মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম জানান, গত ২০০৭ সালে অপহরনের পর চাঁদা দাবীর ঘটনায় বাজিতপুর থানায় মঞ্জুরুল কবির বাবু বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ৯(১১)০৭। পরে আদালত মনজুরুল কবির বাবুকে ৭ বছরের কারাদন্ড প্রদান করেন। এরপর থেকে সে পলাতক রয়েছে। পরে তার বিরুদ্ধে সাজা ওয়ারেন্ট বের হয়। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে শনিবার ভোর রাতে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।