আজ সোমবার, ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সাংবাদিক উৎপল দাসের সন্ধান

 

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিক উৎপল দাস নিখোজের দুই মাস দশ দিন পরে রূপগঞ্জের ভুলতায় পাওয়া গেছে।
গতকাল রাত ১২টার দিকে উৎপলকে কে বা কাহারা ভুলতায় রেখে যান।

গত ১০ অক্টোবর নিখোজ হন অনলাইন নিউজ পোটাল পূব-পশ্চিম বিডি ডট নিউজের প্রতিবেদক উৎপল দাস। এ ঘটনায় ২২ অক্টোবর ওই সংবাদমাধ্যমের পক্ষ থেকে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়।

আজ বুধবার সকালে সাংবাদিকদের কাছে  উৎপল বলেন-দীর্ঘ দুই মাস ১০ দিন টিনের চালাবিশিষ্ট অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল । কোনো একটি জঙ্গলের মধ্যে ছিল সেই ঘরটির অবস্থান।

উৎপল জানান, গত ১০ অক্টোবর রাজধানীর ধানমণ্ডি স্টার কাবাবের সামনে থেকে তাঁকে কে বা কারা তুলে নিয়ে যায়। এরপর দীর্ঘ দুই মাস ১০ দিন তাঁকে আটকে রাখা হয় একটি অন্ধকার ঘরে। মাঝে মাঝে এসে মুক্তিপণের জন্য টাকা চাইত অপহরণকারীরা। তবে এরা কারা বা কেন তাঁকে আটকে রেখেছিল সে সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।

অপহরণকারী কাউকে চিনতে পেরেছেন কি না জানতে চাইলে, উৎপল দাস বলেন, কাউকেই চেনেন না তিনি।

উৎপল আরো জানান, গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনে তাঁকে ছেড়ে দেয় অপহরণকারীরা। এর পরই তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

এ ব্যাপারে ভূলতা ফাড়ির  ইনচাজ শহীদুল ইসলাম  জানান- রাতে টহলরত পুলিশের কাছে পরিচয় দিলে আমরা তাকে উদ্ধার করে ফাড়িতে নিয়ে আসি ।

স্পন্সরেড আর্টিকেলঃ