রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ঢাকা-সিলেট সহাসড়কের সংযুক্ত গামের্ন্টস রোড হইতে গোলাকান্দাইল নতুন বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কটি ১২ স্থানে মরণফাঁদ ৩০ হাজার মানুষের নিত্য দুর্ভোগ শিরোনামে সংবাদ প্রকাশের পরে দ্রুত সংষ্কারের কাজের নির্দেশদেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও উপজেলা প্রশাসন। প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে ১ মাস ধরে রাস্তাটির সংষ্কার কাজ শেষে বুধবার দুপুরে স্থানীয় লোকজন নিয়ে গোলাকান্দাইল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মঞ্জুর হোসের ভূইয়া যানবাহ চলাচলের জন্য রাস্তাটি খুলে দেন।
রূপগঞ্জ উপজেলার প্রধান প্রকৌশলী এহসানুল হক জানান, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ঢাকা-সিলেট সহাসড়কের সংযুক্ত গামের্ন্টস রোড হইতে গোলাকান্দাইল নতুন বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কটি ১২ স্থানে মরণফাঁদ ৩০ হাজার মানুষের নিত্য দূর্ভোগ শিরোনামে সংবাদ প্রকাশের পরে দ্রুত রাস্তাটি যানবাহন ও পথচারি চলাচলের উপযোগি করার জন্য কাজ করা হয়। প্রায় ৫ লাখ টাকা ব্যায়ে রাস্তাটি এখন চলাচলের উপযোগী হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকা ব্যায়ে এ রাস্তাটির উন্নয়ন কাজ করা হবে।
গোলাকান্দাইল ইউনিয়ন আ.মীলীগের নেতা হাজী শাহজাহান খাঁ বলেন, রাস্তাটি এলাকাবাসীর জন্য খুব গুরুত্বপূর্ণ রাস্তা। দ্রুত কাজ হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ও প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।
গোলাকান্দাইল ৬নং ওয়ার্ড মেম্বার নাসিরউদ্দিন মিয়া বলেন, এলাকাবাসী আমাকে ভোট দিয়েছেন উন্নয়নের আশায়। আ.মীলীগ সরকার উন্নয়নের সরকার। স্থানীয় সংসদ সদস্য রূপগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করেন। আমাদের রাস্তাটির সদস্যার কথা জানানোর কয়েক দিনের মধ্যে সংষ্কার হওয়ায় এলাকাবাসীর মুখে চোখে সুখের হাঁসি।
এসময় উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়ন আ.মীলীগ নেতা খোকন মিয়া, গোলাকান্দাইল ইউপি যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, যুবলীগ নেতা নূর-এ আলম, আমিন ভান্ডারী, হানিফ মোল্লা, খোকন মিয়া, সেলিম মিয়া, নাজমূল, আরিফ শাহজাহান, বাদল, মামুন মিয়া প্রমূখ