আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে শ্মশানঘাটের জমি উদ্ধারের দাবিতে বিক্ষোভ

রূপগঞ্জ সংবাদদাতা:
নারয়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন শ্মশানঘাটের বেদখল হযে যাওয়া ৩১ শতাংশ জমি উদ্ধারের দাবিতে এলাকাবাসী গতকাল ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও মানবন্ধন কর্মসূচি পালন করেছে। বিক্ষোভকারীরা মুড়াপাড়া ফেরিঘাটস্থ শ্মশানঘাটের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা ভূমি অফিসের সামনে প্রতিবাদ সভা করে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন শ্মশানঘাট পরিচালনা কমিটির সভাপতি গনেশ চন্দ্র সাহা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউনিয়ন শ্মশানঘাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুণ মিত্র, কমিটির কর্মকর্তা দিগেন বিশ্বাস, রিপন চন্দ্র পাল, পবিত্র রঞ্জন দাস, সুমন্ত্র চন্দ্র সরকার, শুধাংশ দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শতাধিক বছরের পুরোন এই শ্মশানঘাটে মুড়াপাড়া ইউনিয়নের হিন্দুধর্মাবলম্বীদের অধিকাংশ মানুষকে দাহ্য করা হয়। শ্মশানঘাটের জমি বেদখল হয়ে যাওয়ায় শীতলক্ষ্যা নদীর তিরে বালুর চরে মৃত ব্যক্তিদের দাহ্য করা হচ্ছে। অবিলম্বে শ্মশানঘাটের জমি উদ্বার করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে তারা স্বারকলিপি প্রদান করেন।

সর্বশেষ সংবাদ