নিজস্ব প্রতিবেদক:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নে শীতার্তদের মধ্যে ৩০ জানুয়ারি শনিবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলীর উদ্যোগে আলহাজ লায়ন মোহাম্মদ হাবিবুর রহমান হারেজ সিটি কলেজ মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাত আরা জিসান, আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম, ওয়ালিউল্লাহ, আব্দুল সালাম, মনির হোসেন, যুবলীগ নেতা মুরাদ হোসেন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মকবুল হোসেন প্রমুখ। পরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।