রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইমা আক্তার নামেরঅষ্টম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের এক মাস পর উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী আলফাজ গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার ফুলবাড়িয়া এলাকা থেকে ওই স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। অপহৃত স্কুল শিক্ষার্থী উপজেলার বানিয়াদি এলাকার নুরুল ইসলামের মেয়ে। সে মুড়াপাড়া এলাকার শহিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেনির ছাত্রী। অপহরণকারী আলফাজ ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার মাদবপুর থানার রুস্তমপুর এলাকার জজ মিয়ার ছেলে।
অপহৃতার বাবা নুরুল ইসলাম জানান, আলফাজ হোসেন নামে এক বখাটে বানিয়াদি এলাকায় একটি দর্জির দোকানে সেলাইয়ের কাজ করতো। প্রায় সময়ই তার মেয়ে ইমা আক্তারকে স্কুলে যাবার পথে প্রেম নিবেদনসহ বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিতো। বিষয়টি ইমা আক্তার বাবা নুরুল ইসলামকে জানালে তিনি বখাটে আলফাজ হোসেনকে তার মেয়ে ইমা আক্তারকে বিরক্ত করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আলফাজ হোসেন তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাবে বলে হুমকি ধামকি প্রদান করেন। গত ১৬ সেপ্টেম্বর সকালে স্কুলের যাওয়ার সময় আলফাজ হোসেন, বড় বোন আবিদা বেগম, জীবন, জজ মিয়া, খোরশেদসহ অজ্ঞাত ২/৩ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তার মেয়ে ইমা আক্তারকে অপহরণ করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ইমা আক্তারকে উদ্ধার করে পুলিশ। এসময় অপহরণকারী আলফাজ হোসেনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শিক্ষার্থীর বাবা নুরুল ইসলাম রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
তবে, স্কুল শিক্ষার্থী ইমা আক্তার জানান, আলফাজ হোসেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাকে কেউ অপহরণ করে নিয়ে যায়নি। সেচ্ছায় চলে গেছেন তিনি।
<ংঃৎড়হম> </ংঃৎড়হম>