নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া ব্রিজের পার্শ্বে র্যাব অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানার মামলা নং-২৭ তারিখ-১১/০৬/১৭ইং এর এজাহার নামীয় আসামী আশরাফুল ইসলাম ওরফে অপু (৪৮) ও মিজানুর রহমান (৩১) কে গ্রেফতার করেছে। এ সময় তাদের নিকট থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর একটি দল গত ২৯ জুলাই ২০১৮ তারিখ রাত ১১টার দিকে তাদের গ্রেফতার করে।
র্যাবের সিনিয়র এএসপি আলেপউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
আটককৃত আশরাফুল ইসলাম ওরফে অপু (৪৮), সাং- নুন্দাহ, পোঃ-রতন কান্দি, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ। বর্তমানে-কে,বি,রুদ্র রোড লালবাগ, ঢাকা। সে ১৯৮৫ সালে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করে। অপু বর্তমানে শেয়ার মার্কেটের সাথে জড়িত।
অপর আটককৃত মিজানুর রহমান (৩১), সাং-ডগাইর, পোঃ-সারুলিয়া,থানা-ডেমড়া, ঢাকা। সে ২০০১ সালে গেন্ডারিয়া এম শফিউল্লাহ হাফিজিয়া মাদ্রাসা থেকে হেফজ সম্পন্ন করে। ২০১১ সালে জামিয়া ইসলামিয়া দারুলউলুম মাদ্রাসা থেকে দাওরা সম্পন্ন করে। বর্তমানে বাইতুন নুর জামে মসজিদ হোমনা, কুমিল্লায় ইমাম হিসেবে নিয়োজিত আছে।
উভয়ে নিষিদ্ধ ঘোষিত জেএমবির সক্রিয় সদস্য বলে জানায় র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।