আজ শুক্রবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে তিনটি পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ ইউনিয়নের বাগবের, মাইঝপাড়া ও বাগেরআগা এলাকার পাকা তিনটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সড়কগুলোর নির্মাণ কাজের উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: ছালাউদ্দিন ভুইয়া। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজনীতিতে ক্লিনম্যান হিসেবে পরিচিত মো: মশিউর রহমান তারেক, ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়কারী ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার, ইউপি সদস্য মনির হোসেন, আলমগীর হোসেন, জাকিয়া সুলতানা, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আক্তার ,সাধারণ সম্পাদক লাকি আক্তার , আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান বাদশা, শামসুল হক প্রধান, মনির হোসেন,সিরাজ মিয়া, আব্দুল্লাহ আল মামুন,হারুন-অর রশীদ, সাহাব উদ্দিন, সুরুজ মিয়া, নূর মোহাম্মদ, আব্দুল হাই, দুলাল মিয়া, সাবেক ইউপি সদস্য আয়েশা আক্তার, উপজেলা যুবলীগ নেতা ইমন হাসান খোকন, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ প্রমুখ। পরে অতিথিবৃন্দ পাকা সড়কগুলোর নির্মাণ কাজ উদ্বোধন শেষে মোনাজাত করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ