সংবাদচর্চা রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে রূপগঞ্জে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জানুয়ারী) দুপুরে রূপসী গাজী ভবনে রূপগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক শাহিন মালুম শাহিন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি মহিউদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সমাজকল্যান সম্পাদক মুহাম্মদ মহসীন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুমসহ অনেকে।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।