আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে যুবককে শ্বাসরোধে হত্যার চেষ্টা

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে নাসির মিয়া নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মধ্যপাড়া মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর স্ত্রী আখি আক্তার জানান, তিনি ও তার স্বামী নাসির মিয়া গোলাকান্দাইল মধ্যপাড়া মাজার এলাকার রুবিনা বেগমের বাড়িতে বসবাস করে আসছে। একই এলাকার রাজু খানের সঙ্গে তার স্বামী নাসিরের দীর্ঘ দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার সকালে পাশের দোকান থেকে মুদিমনোহরি পন্য কিনে বাড়ি ফেরার পথে রাজু খান, নয়ন, রমজান দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নাসির মিয়ার পথরোধ করে। পথরোধের কারন জিজ্ঞাসা করলে প্রতিপক্ষের লোকজন নাসির মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে।

এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন নাসির মিয়াকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। নাসির মিয়ার ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা নাসির মিয়াকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।  অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ন মিথ্যা বলে দাবি করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।