সংবাদচর্চা রিপোর্ট:
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বীর মুক্তিযোদ্ধারা। গতকাল মুড়াপাড়া বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব আমান উল্লাহ মিয়া । এসময় বীর মুক্তিযোদ্ধা বেলায়েত আলীসহ ইউনিয়ন ও পৌর মুক্তিযোদ্ধা কমান্ডারবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব আমান উল্লাহ মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা হত্যার হুমকি দিয়েছে আমরা তাদের দ্রুত বিচার চাই। এই দেশ বঙ্গবন্ধু স্বাধীন করেছে। তার কন্যাকে হত্যার হুমকি দেওয়ার তারা সাহস পায় কোথায় থেকে।