নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ২১ মার্চ রবিবার মাস্ক পরিধানে সচেতনতাসমুলক সভা অনুষ্ঠিত হয়। মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্যকে কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এইচ এম জসিম উদ্দিন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান তারেক, আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির তমাল, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন প্রমুখ।
পরে দুই সহস্রাধিকের বেশি মানুষের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়।