নবকুমার: করোনাভাইরাস প্রতিরোধে রূপগঞ্জে জন সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার ( ৯ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনের নিদেশে রূপগঞ্জের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আফিফা খাঁন। এসময় তিনি মাস্ক পরার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন। দরিদ্রদের তিনি কিছু মাস্ক বিনামূল্যে বিতরণ করেছেন। মাস্ক না পরার জন্য ৩ জনকে জরিমানা করা হয়। দোকানদার, ক্রেতা ও বিক্রেতাসহ সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য অনুরোধ জানান তিনি।
সহকারী কমিশনার ( ভূমি) আফিফা খাঁন আরো জানান রূপগঞ্জের জনসমাগম এলাকায় অভিযান অব্যাহত থাকবে।