সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালত শ্যামল নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে । বুধবার ২০ জুন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শ্যামল মিয়া দড়িকান্দি এলাকার নুরুজ্জামানের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, শ্যামল নিজে মাদকসেবন করে এবং ব্যবসাও করে বলে পুলিশের কাছে সংবাদ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিত্বে সকালে দড়িকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় শ্যামল মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামীকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।