নবকুমার:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাংসদ পুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা বিএনপির প্রার্থী কাজী মনিরুজ্জামান কে উদ্দেশ করে বলেছেন, শ্রমিকের টাকা আত্নসাৎ কারীকে এবার বিএনপি মনোনয়ন দিয়েছেন। উনি (কাজী মনির) শ্রমিকদের শোষণ করে এবার রূপগঞ্জ বাসীকে শোষণ করার ষড়যন্ত্র করছেন। আগামী নির্বাচনে কোন শ্রমিক শোষণ কারীর স্থান রূপগঞ্জের মাটিতে হবে না। শ্রমজীবী মানুষ ব্যালটের মাধ্যমেই রক্ত পিপাশু কাজী মনিরকে বর্জন করবে।
শনিবার দিন ব্যাপী ভূলতা ও মুড়াপাড়া ইউনিয়নে নৌকার পক্ষে পথ সভা শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপির দুশাসনের কথা উল্লেখ করে গোলাম মর্তুজা পাপ্পা বলেন, বিএনপি জামায়াত রাষ্ট্রক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনের মাধ্যমে দেশের কোটি কোটি টাকা বিদেশে লুটপাট করছে খালেদা -তারেক । ওরা দেশের কোন উন্নয়ন করে নাই।
তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নৌকা স্বাধীনতা এবং উন্নয়নের প্রতীক। ২০১৪ সালের আগুন সন্ত্রাসীরা এবার নির্বাচনের মাঠে নেমেছে । আগুন সন্ত্রাসীদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। সবাই ঐক্যবদ্ধ ভাবে মাঠে থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর সারা দিন রূপগঞ্জ বাসী নৌকায় ভোট দেয়ার আহবান জানান গাজী গোলাম মর্তুজা পাপ্পা।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, কাউন্সিলর মনির হোসেন,আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির তমাল সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।