সংবাদচর্চা রিপোর্ট:
শিল্প অঞ্চল খ্যাত রূপগঞ্জে নারী শ্রমিকদের জন্য মহিলা হোটেল নির্মাণের দাবি উত্থাপন করা হয়েছে। ১০ জুলাই মঙ্গলবার নারায়ণঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক নারী শ্রমিকদের ভোগান্তি দূর করতে হোটেল নির্মাণের দাবি উত্থাপন করে।
গোলাম দস্তগীর গাজীর দাবির প্রেক্ষিতে দায়িত্ব প্রাপ্ত মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন,রূপগঞ্জ আমার নির্বাচনী এলাকার পাশাপাশি। রূপগঞ্জে ব্যাপক শিল্প কারখানা রয়েছে। এখান একটি মহিলা হোটেল নির্মাণ করা খুব জরুয়ারী।মাননীয় সংসদ সদস্য নারী শ্রমিকদের কল্যাণে দাবিটি উত্থাপন করায় অসংখ্য ধন্যবাদ।মাননীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী যদি জায়গার ব্যবস্থা করে দিতে পারেন তাহলে দ্রুত সময়ের মধ্যে হোটেল নিমাণ করে দেওয়া হবে।
জানা গেছে রূপগঞ্জে ব্যাপক শ্রমজীবী মানুষ রয়েছে। শ্রমিকদের কল্যাণের কথা চিন্তা করে দীর্ঘ দিন যাবত গোলাম দস্তগীর গাজী কাজ করে যাচ্ছে।তার দক্ষ নেতৃত্বে রূপগঞ্জে কোন শ্রমিক অসন্তস নেই। নারী হোটেল নির্মাণের কথা রূপগঞ্জে ছড়িয়ে পড়লে গোলাম দস্তগীর গাজীকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাসহ শ্রমিকরা অভিনন্দন জানিয়েছে।