আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে কাঞ্চনে তিনটি হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার ( ২১ জুন) দুপুরে  কাঞ্চন ব্রিজ ও র‌্যাব অফিসের পাশে অবস্থিত তিন হোটেলকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। একই দিন পিতলগঞ্জে তিনটি টলার আটক করেন তিনি। তাদের কোনো জরিমানা করা হয়নি । নদী এবার ওপার যাত্রী পারাপার করা যাবে না, সাবধান করে টলার তিনটিকে ছেড়ে দেওয়া হয়েছে। ছাড়া মুড়াপাড়া গাজী সেতু এলাকায় ঢাকা থেকে কয়েকজন তরুণ -তরুণী জন্মদিন পালন করতে আসেন। তাদেরকে আটকের পর ফেরত পাঠিয়েছে প্রশাসন।