আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ভূমিদস্যুদের হাত থেকে ৭ বিঘা জমি উদ্ধার

রূপগঞ্জে ভূমিদস্যুদের হাত

রূপগঞ্জে ভূমিদস্যুদের হাত

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে মেরিন সিটির অবৈধ ভাবে জবরদখল করা ৭ বিঘা উদ্ধার করেছে প্রশাসন।২২ এপ্রিল রবিবার সকালে সরকারি জমিতে সাইনবোর্ড স্থাপন করা হয়।

মেরিন সিটির হাত থেকে রক্ষা পেতে এলাকাবাসি বিভিন্ন সময় মানববন্ধন করে আসছে।জমি উদ্ধার হওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ দিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জোর পূর্বক দখল করতে দেওয়া হবে না। দেখানে দখলের অভিযোগ পাওয়া যাবে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ভুক্তভোগী কৃষকদের প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিতে বলা হয়।গত এক সপ্তাহ আগে সরকারী জমিতে সাইনবোর্ড স্থাপন করলে মেরিন সিটির লোকজন তা ফেলে দেয়। আজ আবার নতুন করে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।