আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ভুমিদস্যু ও জালিয়াত চক্রের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

রূপগঞ্জে ভুমিদস্যু

রূপগঞ্জে ভুমিদস্যু

সংবাদচর্চা রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুমিদস্যু ও জালিয়াত চক্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। বুধবার সকালে উপজেলার বাঘবেড় সিটি মার্কেট এলাকায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রূপগঞ্জ সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান বাদশা, মাসুম হোসেন, জামসেদ জজ মিয়া, তানসেন, সামসুল হক, হেলাল উদ্দিন, আনেয়ার বেগম, হাজেরা বেগম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাঘবেড় কেয়ারিয়া এলাকার ভুমিদস্যু ও জালিয়াত চক্রের সদস্য বিল্লাল হোসেন, আল-আমিন, আক্তার হোসেন, ছানাউল্লাহ ও আমানউল্লাহ জাল-জালিয়াতি করে স্থানীয় কৃষক হেলাল উদ্দিনের ১০ শতাংশ, সামসুল হকের ১০ শতাংশ, সুলতানের ১৪ শতাংশ, মনিরের ১৫ শতাংশ, আরজুর ১৩ শতাংশ, রশিদের৭ শতাংশ, মোহাম্মদ আলী ১২ শতাংশসহ প্রায় ১’শ শতাংশ জমি লিখে নিয়ে যায়। তারা এলাকার মধ্যে ভুমিদস্যু ও জালিয়াত হিসেবে পরিচিত । ভুক্তভোগী ভুমিদস্যু ও জালিয়াত চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করেও কোন ফল পায় নি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ