আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ব্যক্তি দখল থেকে জমি উদ্ধার করে খেলা ঘরের মাঠ করা হবে : এমপি গাজী

 

নবকুমার :

খেলা ঘর রূপগঞ্জ উপজেলা শাখার দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র  ডাক্তার সেলিনা হায়াত খেলা ঘর রূপগঞ্জ উপজেলা শাখার উদ্বোধন করে। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি  গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

প্রধান অতিথির বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী  বলেন, আমাদের খেলা ঘরের ছেলে মেয়েদের  বড় সমস্যা তাদের খেলার মাঠ নেই। রূপগঞ্জের খেলার মাঠের জমি গুলো ব্যক্তি দখলে রয়েছে। ব্যক্তি দখল থেকে জমি উদ্ধার করে আমাদের খেলা ঘরের ছেলে মেয়েদের জন্য মাঠ তৈরী করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ খেলাধুলায় এগিয়ে যাচ্ছে । মেয়েরা শিরোপা জয় করছে। ক্রিকেটে বাংলাদেশ বিশ্বের পরা শক্তিতে রূপান্তরিত হচ্ছে ।

রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী বলেন, রূপগঞ্জকে পরিবেশ দুষণ মুক্ত আধুনিক  শহর হিসেবে গড়ে তোলা হবে।

খেলা ঘরের পরিচালকদের উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী বলেন, খেলার ঘরের ছেলে মেয়েদের ৭১ এর গল্প শুনাবেন। যাতে ওরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বহি:বিশ্বে লাল সবুজের পতাকা উড়াতে পারে। সমাজের অসুর দের নিধন করতে পারে।

অনুষ্ঠানে আলোচক ছিলেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রথীন চক্রবতী,খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা,  রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, কাউন্সিলর হাজী নজরুল ইসলাম মফিজ, কাউন্সিলর আনোয়ার হোসেনসহ খেলা ঘর রূপগঞ্জ শাখার সকল নেতৃবৃন্দ।