নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবন প্রকাশ্যে হলেও রহস্যজনক কারণে প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে। মাদকসেবীরা বীরদর্পে অনেকেই আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদকসেবনের ছবি ছরিয়ে দিচ্ছেন। এসব দেখেও প্রশাসন নিরব ভূমিকায় থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় এ নিয়ে জনমনে অতঙ্ক বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ছড়িয়ে দেয়ায় অনেকেই এখন রূপগঞ্জে বীরদর্পে মাদকের ব্যবসাসহ সেবন করছেন প্রকাশ্যেই।
রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইউসুফ মেম্বারের ছেলে হাফেজ মিয়া প্রকাশ্যে মাদকসেবন করছে এলাকায়। এমনকি তার সহযাগীরা মাদকসেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছরিয়ে দিচ্ছে। সূত্র জানায়, গোলাকান্দাইল এলাকার জাব্বারের ছেলে আনোয়ার হোসেন হাফেজ মিয়ার শক্তি হিসেবেই কাজ করেন। সেই আনোয়ার বিগত দিনে র্যাব পুলিশ ও থানা পুলিশের হাতে একাদিকবার মাদকসহ গ্রেফতার হলেও হাফেজ রয়েছেন ধরা ছোয়ার বাহিরে।