আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২

রূপগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১।  শনিবার রাতে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের সদর ইউনিয়নের হঠাৎ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময়  ৪ হাজার ৭শ ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক।

রবিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১,সিপিসি-৩ এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্যাহ আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের হঠাৎ মার্কেট এলাকায় র‌্যাব-১ একটি অভিধানিক দল গাজীপুরগামী একটি ট্রাকে অভিযান চালিয়ে বগুড়া সদর থানাধীন সরলপুর আটোবালা এলাকার মৃত নুরুল হকের ছেলে খোকন রায়হান ও সরলপুর নয়াবাড়ি এলাকার মৃত আলতাফের ছেলে সাজ্জাদ হোসেনকে ৪ হাজার ৭শ ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।