আজ বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে এক হাজার দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারী) দিনব্যাপি উপজেলার পশ্চিমগাঁও উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সাফা মারওয়া ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্যোগে এ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ডেমরা আশ্রয় ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনের পরিচালনায় ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ সময় ৪০০ জনের ডায়াবেটিকস টেষ্ট ও ৪০০ জনের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়। এতে ডেমরা আশ্রয় ওয়েল ফেয়ার অর্গানাইজেশন, বাবসা, অনির্বান, হাসির প্রদীপ, বি এইচ এস-৯০, হেল্প ফর হিউম্যানসহ ৯ টি সামাজিক সংগঠন ভলান্টিয়ার্স সার্ভিস প্রদান করে।

সর্বশেষ সংবাদ