আজ বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিদ্যুতের সৃষ্ট আগুনে নিহত ৪


সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার পুর্বাচল উপশহরের ১১ নং সেক্টরের কুমারটেক এলাকায় ২২ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে নয়টায় বিদ্যুতের তার ছিঁড়ে সৃষ্ট আগুনে একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। নিহতরা হলেন পিতা মাসুম মিয়া (৩২), তার প্রতিবন্ধি দুই পুত্র রাসেল মিয়া (১২) , রহমতউল্লাহ (৯), সন্তানদের মা সিমা আক্তারকে (২৫)। রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদের এ তথ্য সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন।
পুর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, শুক্রবার রাত সাড়ে নয়টায় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) অতিমাত্রার ভোল্টেজের তার ছিঁড়ে পল্লী বিদ্যুতের তারের উপর পড়ে। সঙ্গে সঙ্গে স্পার্ক করে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে মাসুম মিয়ার টিনের ঘরের চালে পড়ে। মুহুর্তেই টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে অগ্নিকান্ড ঘটে। এসময় বসত ঘরে থাকা মাসুম মিয়া ও তার দুই ছেলে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং মাসুম মিয়ার স্ত্রী সিমা আক্তার দগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। পরে সিমা আক্তারকে দগ্ধ অবস্থায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয় সেখানে তার মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। মাসুমদের বাড়ি পুর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের অতি সন্নিকটে হওয়ায় মুহুর্তের মধ্যেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছায় এবং আগুনে নিয়ন্ত্রনে আনেন। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, দুর্ঘটনা না নাশকতা তা খতিয়ে দেখা হবে। দুর্ঘটনায় নিহতের পরিবারকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ক্ষতিপুরণ দেয়া উচিৎ। এ ঘটনায় মন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।