নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশী মদ ও গাজাঁসহ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হোসেনকে(২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকালে উপজেলার বোচাঁরবাগ এলাকা থেকে তাকে প্রেপ্তার করা হয়। হোসেন ঐ এলাকার আঃ রহিমের ছেলে। মাদক ব্যবসা ছাড়াও হোসেন ছিনতাইয়ের সাথে জড়িত। তার ১৪/১৫ জনের একটি অস্ত্রধারী পেশাদার ছিনতাইকারী গ্রুপ রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী হোসেন মাদক বহন করে নিয়ে যাচ্ছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ মোটর সাইকেল দিয়ে মাদক নিয়ে যাবার সময় বোচারবাগ এলাকায় তাকে তল্লাশি করা হয়। এসময় মোটর সাইকেলের গোপন জায়গায় রক্ষিত এক বোতল বিদেশী মদ ও আধা কেজি গাজাঁ অবৈধ মোটর সাইকেলসহ হোসেনকে আটক করা হয়। তার বাড়ির অদুরে সিটি গ্রুপের খাদ্যপণ্যের বিশাল ইন্ডাষ্ট্রিয়াল অর্থনৈতিক জোন। এই জোনের পণ্য পরিবহনের জন্য প্রতিদিন শত শত ট্রাক রাস্তায় লাইন ধরে অপেক্ষা করে থাকে। এই অপেক্ষমান ট্রাকগুলো থেকে হোসেন বাহিনী প্রায়ই চাদাঁবাজি ও ছিনতাই করে থাকে। দূরদূরান্ত থেকে আসায় বেশীরভাগ ট্রাকের ড্রাইভার ও হেলপার হোসেন বাহিনীর এ অত্যাচার নীরবে সহ্য করে যাচ্ছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনটার্জ মুহাম্মদ আব্দুল হক জানান, হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া তার বাহিনীর বিরুদ্ধেও অভিযান চালানো হবে।