আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

সংবাদচর্চা রিপোর্ট :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে গত ৬অক্টোবর রবিবার গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ের চেয়ার, সিলিং, বৈদ্যুতিক পাখা, ইলেকট্রনিক্স ডিভাইসসহ আসবাবপত্র ভষ্মীভ‚ত হয়। গভীর রাতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। খবর পেয়ে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী পরিদর্শন করেন।
গতকাল ৭অক্টোবর সোমবার বিকেলে কার্যালয়ের সামনে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান পারভেজ।
সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছা সেবকদলের আহবায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু ভুঁইয়া মাছুম, সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপন, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আকিব হাসান, রূপগঞ্জ উপজেলা জিয়ামঞ্চের সভাপতি জজ মিয়া প্রমুখ।
সভায় বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে নেতা কর্মীদের দমন করা যাবে না। ৭১-এ যুদ্ধ করেছি দেশ স্বাধীনের জন্য। আর এখন যুদ্ধ করছি রূপগঞ্জের মানুষকে স্বাধীনতা দেওয়া জন্য। ন্যাক্কারজনক এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।