রূপগঞ্জে করোনাভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। রূপগঞ্জ থানার ওসি ( অপারেশন ) মামুন সরকার সহ ৯ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার আক্রান্তদের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাইদ আল মামুন। তিনি বলেন, আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখার ব্যবস্থা রয়েছে। ওসি মাহমুদুল হাসানকে বিষয়টি জানানো হয়েছে। এরআগে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রূপগঞ্জে ৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ২ জন। নারায়ণগঞ্জ শহরের চেয়ে এখন বেশি আক্রান্ত হচ্ছে রূপগঞ্জে। গার্মেন্টস চালু হওয়ার পর থেকেই রূপগঞ্জে বাড়ছে করোনা। মানুষ সামাজিক দূরত্ব মানছে না।