আজ শনিবার, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা মুড়াপাড়ায় কেন্দ্রীয় ষ্টেডিয়ামে পৃথকভাবে এ খেলা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল খেলায় কেন্দুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে  ফজলুল হক মেমেরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

অপরদিকে, বঙ্গমাতা ফজিলাতুন নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফাইনালে ভোলাব আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বরপা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌর মেয়র মিসেস হাসিনা গাজী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার আল আমীন ভুঁইয়া দুলাল, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলী ওসমানসহ উপজেলার সকল  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

স্পন্সরেড আর্টিকেলঃ