রূপগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৬ জুলাই) বিকালে মুড়াপাড়া কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বঙ্গবন্ধু গোল্ড কাপ ২০১৯ ফুটবল টুর্নামেন্টে গংগা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ গোলে রূপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ২০১৯ ফুটবল টুর্নামেন্টে ট্রাইব্রেকারে হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আদর্শ বুকে ধারণ করতে হবে। বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের অবদানের কথা জানতে হবে। বঙ্গবন্ধুর কল্যাণে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি।
মন্ত্রী বলেন, মাদকের হাত থেকে যুব সমাজকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নেই। বঙ্গবন্ধুর কন্যা ফুটবলের হারানো গৌরব ফেরাতে নানা পদক্ষেপ নিয়েছে। সারা দেশে বিভিন্ন ফুটবল টুনামেন্ট আয়োজন করছে। নারীদের খেলার মান বৃদ্ধি পেয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,তারাব পৌর মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া , উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার মমতাজ বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জায়েদা আক্তার , মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সালাউদ্দিন মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম প্রমুখ।