আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বস্ত্র ও পাট মন্ত্রীর শ্রদ্ধা

নব কুমার:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের  মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম দিনে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। রবিবার সকালে মন্ত্রী এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে গোলাম দস্তগীর গাজী  বঙ্গবন্ধুর আত্নার শান্তি কামনা করে দোয়া ও  বিশেষ মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, আওয়ামী লীগের নেতাকর্মী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃদ্ধ।