আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্র হবে: মন্ত্রী গাজী

নবকুমার:

রূপগঞ্জে প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের ঘোষণা  দিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, যার বাড়ি প্রতিবন্ধী আছে সেই বোঝে প্রতিবন্ধীর যন্ত্রণা যার বাড়িতে প্রতিবন্ধী নেই সে কিছুই বোঝে না। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় । তাদের কাজে লাগাতে হবে। রূপগঞ্জে একটি প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্র হবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে দলিত হরিজন ও প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধীভাতা সহ সকল ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। তার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর বাংলায় কোন মানুষ অবহেলিত থাকবে না। থাকবে না কোন শোষণ নিপীড়ন ।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভাইস চেয়ারম্যান মো: সোহেল ভুঁইয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সমাজ সেবা অফিসার মো: সোলায়মান হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আল আমিন দুলাল, রহিম মাস্টার, আব্দুল আওয়াল মোল্লা, নজিবুর, উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতা, বজলুর মেম্বার,নারায়গঞ্জের জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাতুল আহমেদ খোকন, রূপগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ মাসুম, মুড়াপাড়া সরকারি কলেজের জি এস সাদিকুল ইসলাম সজিব প্রমুখ।

জানা গেছে ২০১৮-২০১৯ অর্থ বছরে রূপগঞ্জে মোট ভাতাভোগীর সংখ্যা ১৭ হাজার ১শ ৯৬ জন। তার মধ্যে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির সংখ্যা ২১৮ জন ।  দলিত হরিজন ও বেদে জনগোষ্ঠীর ছেলে মেয়েদের শিক্ষা উপবৃত্তির সংখ্যা ২২ জন। এদেরকে শনিবার (২১ সেপ্টেম্বর) গোলাম দস্তগীর গাজী শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করেছেন। অনুষ্ঠানের আয়োজন করে রূপগঞ্জ উপজেলা সমাজসেবা অফিস।

সর্বশেষ সংবাদ