আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে পানিতে ডুবে তরুণের মৃত্যু

রূপগঞ্জ  প্রতিনিধি: রূপগঞ্জে লেকের পানিতে ডুবে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশিত তরুণের সলিল সমাধি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পূর্বাচল উপশহরের ১১ নং সেক্টরের লেকের পানিতে ডুবে তার মৃত্যু হয়। সে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও দাউদপুর ইউনিয়নের পিংনাল এলাকার আবুল ফজল রাজুর ছেলে।

নিহতের পিতার বরাত দিয়ে তার চাচা শহীদুল্লাহ গাজী জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে আবুল ফজল রাজুর ছেলে ফাহিম হাবিবসহ তাদের প্রতিষ্ঠানের কর্মচারীরা পূর্বাচলের ১১ নং সেক্টরের জয় বাংলা লেকে গোসল করতে যায়। একপর্যায়ে সঙ্গের লোকজন সাঁতরে লেকের অপর পাড়ে চলে যায়।

এসময় সাতার না জানা ফাহিম হাবিব অসাবধনতা লেকের পানিতে পড়ে ডুবে যায়। পরে তার সঙ্গে আসা লোকজন পানি থেকে তুলে এ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।