আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানকে জরিমানা


সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় উত্তরা ট্রেডার্সের পরিবেশ দূষণকারী কয়লার স্তূপ অপসারণে গতকাল ২৬ নভেম্বর বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। ওই কয়লার ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং আগামী সাত দিনের মধ্যে পুরো কয়লার স্তূপ অপসারণের নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খাঁন । এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল গফুর, হাবিবুর রহমান, মুড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বরকতউল্লাহ, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম হারেজ প্রমূখ।