সংবাদচর্চা ডটকম: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ ৫ জনের মধ্যে ৪ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
শনিবার রাত সাড়ে ১১ টায় শীতলক্ষা নদীর তারাব এলাকার সুলতানা কামাল সেতুর কাছে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তির নাম মোক্তার হোসেন তুষার (৩০)। তার পিতার নাম নাসিরউদ্দিন। নিহত মোক্তারের বাড়ি ঢাকার ধোলাইপাড় এলাকার কবিরাজ বাগ এলাকায় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ মিরন মিয়া জানান, উদ্ধার কাজের অংশ হিসাবে রাত সাড়ে ১১ টার দিকে মোক্তার হোসেন তুষারের লাশ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৯ টায় ১৪ জন যাত্রী বোঝাই একটি নৌকাকে বালবাহী ভলগেট ধাক্কা দিলে ৫ জন নিখোঁজ হয়। বাকি ২ জন এখনও নিখোঁজ রয়েছে।