আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে নৌকার ক্যাম্পে ফের অগ্নিসংযোগ-লুটপাট

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের মনোনীত এমপি প্রার্থীর একটি ক্যাম্পে ফের অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযোগ করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার দাউদপুর ইউনিয়নের তীরমারা জিন্দা লতিফ মার্কেটের সামনে অবস্থিত নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর অস্থায়ী ক্যাম্পে প্রতিদ্বন্দ্বী পক্ষের লোকেরা এই তান্ডব চালায়।

এ ঘটনায় দাউদপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী শিকদার বাদী হয়ে ১৬ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না হয় তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

মুক্তিযোদ্ধা আহম্মদ আলী শিকদারের দেয়া অভিযোগে বলা হয়, সোমবার ভোরে নারায়ণগঞ্জ—১ (রূপগঞ্জ) আসনে কেটলি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়ার সমর্থক রুবেল, সাগর, খোকনসহ অজ্ঞাত ১৫ থেকে ১৬ জন দেশীয় অস্ত্র নিয়ে নৌকার নির্বাচনি ক্যাম্পে অতর্কিতভাবে হামলা করে। এ সময় ক্যাম্প ভাংচুরের পাশপাশি চেয়ার—টেবিল লুটাপাট সহ অগ্নিসংযোগ করে হামলাকারীরা। এই ঘটনায় সুষ্ঠ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান অভিযোগকারী।

এর আগে, গত ২৯ ডিসেম্বর উপজেলার নাওড়া এলাকাতেও নৌকার ক্যাম্প পুড়িয়ে দেয়া হয়। ওই ঘটনায় কেটলি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহানের সমর্থক সন্ত্রাসী মোশারফসহ ১২ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। যদিও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, ‘আমার পক্ষে নৌকার গণজোয়ার দেখে তারা ভয় পেয়েছে। বিএনপির লোকেরা নির্বাচন বন্ধ করার জন্য নৌকার ক্যাম্প পুড়াতে পারে। কে করতে পারে তা নিশ্চিত নই। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এই সম্ভাবনা বেশি, কারণ বিএনপি ভয় পেয়ে মাঠে নেই। তারা দূরে আছে। যেহেতু আমাদের নৌকার ক্যাম্প পুড়িয়েছে, সে হিসেবে আমরা ধরে নিতে পারি প্রতিপক্ষের লোকেরা এটা করেছে। যারা হামলা করেছে, তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’