আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে নৌকাকে বিজয়ী করতে হাছিনা গাজীর গণসংযোগ

নবকুমার:

আসন্ন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী। তিনি আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রত্যেকটা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন নৌকার ভোট চাচ্ছেন।

গতকাল ২৪ মার্চ রবিবার তারাব পৌরসভার হাটিপাড়া, নোয়াপাড়া, রূপসী, মৈকুলী, খাদুন, বিশ্বরোড, বরপা, সুতালরা, খালপাড় সহ আশপাশের এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করেন হাছিনা গাজী।

তিনি আওয়ামীলীগের প্রত্যেকটা নেতা কর্মীকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন তারাব পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের সভাপতি ও দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, যুবলীগ নেতা আব্দুল আওয়াল, ভিপি মনির হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, আলহাজ্ব হাবিবুর রহমান, মনিরুজ্জামান বাদশা, নাট্য অভিনেতা এবি সিদ্দিক ও সিরাজ মাহমুদ প্রমুখ ।