আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে নাশকতার অভিযোগে বিএনপির ১০৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রূপগঞ্জে নাশকতার অভিযোগে

রূপগঞ্জে নাশকতার অভিযোগে

সংবাদচর্চা রিপোর্ট:

নাশকতা পরিকল্পনার অভিযোগ এনে রূপগঞ্জে  বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৭৫ নেতাকর্মীকে নামীয় ও ৩২ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ভোলাবো তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানা মনির বলেন, সোমবার বিকেলে উপজেলার পূর্বাচল উপ-শহরের ৪ নং সেক্টরের এশিয়ান হাইওয়ের বিএনপির নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকান্ড ঘটানো পরিকল্পনা করছে বলে পুলিশের কাছে খবর ছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়। এ ঘটনায় মোজাম্মেল হক, জাহাঙ্গীর, হুমায়ন, রিপন, বাদশা, মফিকুল, রাকিব, ডালিম মিয়াসহ ৭৫ জনকে নামীয় ও ৩২ জনকে অজ্ঞাত অসামী করে ভোলাবো তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

এদিকে, মামলায় দায়েরের পর থেকেই বিএনপি নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে। এতে করে নেতাকর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্পন্সরেড আর্টিকেলঃ