আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে নাননু স্পিনিং মিলে অগ্নিকান্ড

নাননু স্পিনিং

নিজস্ব প্রতিবেদক:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকায় অবস্থিত নাননু স্পিনিং মিলে রোববার ৩০ ডিসেম্বর দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার ও ডেমরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ১৫টি ইউনিট ৩ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনে।

অগ্নিকান্ডে পুড়ে গেছে স্পিনিং মিলের বিপুল পরিমাণ সুতা, তুলা, মেশিনারীজ। তবে তাৎক্ষণিক হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ভোটগ্রহণ চললেও নাননু স্পিনিং মিলটি চালু ছিল। দুপুর পৌনে ১২টার দিকে মিলটির অভ্যন্তরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দ্রুত ছড়িয়ে যায়। মিলটিতে প্রতি শিফটে ৩ হাজার শ্রমিক কাজ করে থাকে। অগ্নিকান্ডের সময়ে বেশ কিছু শ্রমিক কারখানাটির ছাদে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে।