সংবাদচর্চা রিপোর্ট:
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন পত্রের চিঠি পেয়েছেন মোস্তফিজুর রহমান দীপু ভূইয়া । আজ দুপুর তাকে চিঠি দেওয়া হয়।
প্রসঙ্গত নারায়ণগঞ্জ-১ আসনটিতে বিএনপির তিনজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা হলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি তৈমূর আলম খন্দকার, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোট হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৮ নভেম্বর, ২ ডিসেম্বর যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে ৯ ডিসেম্বর।