আজ সোমবার, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

 নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জ উপজেলায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় ফাইজুর রহমান সুমন (২৫) নামে যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ শাহিন উদ্দিন আসামীর উপস্থিতিতে ওই রায় প্রদান করেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী ফাইজুর রহমান সুমন রূপগঞ্জ উপজেলার ভাউয়ালী পাড়া (পশ্চিম পাড়া) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) রাকিবউদ্দিন জানান, অভিযুক্ত সুমন স্কুল ছাত্রীর ভাইয়ের বন্ধু হওয়ার সুবাদে ওই বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। এ সুযোগে সে তার বন্ধুর ছোট বোন স্থানীয় প্রাইমারি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রীকে কয়েকবার ধর্ষণ করে। সবশেষ ২০১৩ সালের ২২ মে শিশুটিকে ৬ষ্ঠ বারের মতো ধর্ষণ করতে আসলে শিশুটি চিৎকার দিলে আসপাশের লোকজন ছুটে এসে সুমন আটক করে। এ ঘটনায় এদিনই স্কুল ছাত্রীর বাবা রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে একই বছরের ১৮ আগস্ট সংশ্লিষ্ট থানার অভিযোগপত্র আদালতে দাখিল করেন।